টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে যখন ধুঁকছিল আফগানিস্তান তখন উইকেটে আসেন মোহাম্মদ নবি। অভিজ্ঞ এই ব্যাটারের ওপর গুরু দায়িত্ব ছিল দলকে এমন পরিস্থিতি থেকে টেনে তোলার। কিন্তু সেটা তো পারলেনই না, উল্টো দলের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরেছেন মাত্র ১ রান করে। নবম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের ওপর গুড লেন্থে করেছিলেন শরিফুল। সেখানে পেসে পরাস্ত হয়েছেন এই ব্যাটার। তাতে বল সরাসরি তার প্যাডে আঘাত হানে। ফলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু নবি রিভিউ নেন। তাতেও আর শেষ রক্ষা হয়নি তার। ফলে ১৫ রান তুলতেই ৪ উইকেট হারায় সফরকারীরা।
এর আগে ইব্রাহিম জাদরানের পর আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান রহমানউল্লাহ গুরবাজকেও দ্রুত ফেরাল বাংলাদেশ। তাসকিনের বাউন্সারে পুল করার চেষ্টা করেছিলেন গুরবাজ, কিন্তু অফ স্টাম্পের বাইরের বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটের পেছনে। দারুণ ক্যাচ লুফে নিলেন মুশফিক। আগের ম্যাচে ১৪৫ রান করে ম্যাচসেরা হওয়া ওপেনার এবার ফিরলেন ২২ বলে স্রেফ ৬ রান করে।
খুলনা গেজেট/এসজেড