যশোর-বেনাপোল মহসড়কের ঝিকরগাছায় গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন, যশোর উপশহর ডি-ব্লকের সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের শিমুল হোসেন (৩৫)।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সড়কের উপজেলার বেনেয়ালি গ্রামের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, এদিন রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলো। কাভার্ডভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের একটি শতবর্ষী গাছে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানের ধাক্কায় পুরানো কড়ই গাছের ওপরের অংশ ভেঙে চলন্ত বাসের ছাদের ওপর পড়লে গাড়িতে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন শিমুল হোসেন নামে আরও এক যাত্রী। তাকে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আধাঘন্টা পর তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরও ৫ যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম