বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ১৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার সকালে সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই মাদকের চালানটি আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (২৯), আফসার গাজির ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আচড়া গ্রামের সিরাজ খালাসীর ছেলে মোহন আলী (২৭) ও শিকড়ী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সাদিপুর গ্রামের গলাচিপা বিজিবি পোষ্টের বাংলাদেশের ৩শ’ গজ অভ্যন্তরে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান ভারত থেকে পাচার করে এনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. মোঃ সেলিম রেজা ১৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনসিডিলসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম