খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত
  চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার)
  সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও দুই দিনের রিমান্ডে
  খুলনাসহ ৫ বিভাগে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

বেনাপোলে ড্রাম বিস্ফোরিত হয়ে ওয়ার্কসপের কর্মচারীর নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোলে পুরাতন তেলের ব্যারেল বিস্ফোরণে ইমন হোসেন (২৫) নামে এক ওযার্কসপের কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারে আসিফ ওয়ার্কসপে এ ঘটনা ঘটে। নিহত ইমন বালুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন সকালে বালুন্ডা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল কাদের তেলের ব্যারেলটি কেটে ছোট চালের ড্রাম বানিয়ে নেয়ার জন্য বালুন্ডা বাজারে আসিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে যায়। এখানে ড্রামটি কাটার সময় বিকট শব্দে বিস্ফোরিত হলে ইমন হোসেন রক্তাক্ত জখম হন। এসময় ওয়ার্কসপের মালিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে বেলা ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ইমন হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
ড্রামের মালিক আব্দুল কাদের জানান, ওই ড্রামটি তিনি বাগআঁচড়া বাজারের এক ব্যক্তির নিকট হতে কিনে নিয়ে আসেন। তাকে জানানো হয়েছিল এতে তেল রাখা ছিল। কি কারণে ড্রামটি বিস্ফোরিত হয়েছে সেটা তার জানা নেই।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!