গত মাসে হুট করেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। ফলে তৃতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পান সাকিব আল হাসান। তার নেতৃত্বে বিশ্বকাপে অংশ নিতে বুধবার দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানালেন, বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব ছাড়বেন তিনি।
সাকিব বলেন, ‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি।’
সাকিব আরও বলেন, ‘আর কোন কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’
তামিমের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সাকিব বলেন, আমি কখনও ভাবিও নাই কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দিবে!
সাকিব খোলাসা করেছেন রিয়াদকে এশিয়া কাপের দলে না রাখায় তার কোন হাত ছিল না। সাকিব বলেন, ‘আমাকে এশিয়া কাপের দলে পাঠালো। আমি দেখলাম রিয়াদ ভাই দলে নেই। আমার কিছু বলার ও ছিল না, কারণ পরের দিনে সবাই রওনা দিয়েছে। আমাকে সবাই বলতেছে আমি নাকী রিয়াদ ভাইকে নেইনি। এইসব হাস্যকর কথা। মানুষের সাইলকোলজি এমন কেনও। আমি কিছুই জানি না। তাও আমার দোষ দেওয়া হয়েছে।’
খুলনা গেজেট/এনএম