খুলনা, বাংলাদেশ | ১৮ কার্তিক, ১৪৩১ | ৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিএনপি’র ৭ আইনজীবিকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিলেন আপিল বিভাগ, অভিযোগকারীকে এক লাখ টাকা জরিমানা
  শপথ নিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন
  লেবাননে বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা পেল উপকূলের শতাধিক সুবিধাবঞ্চিত নারী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে পানির লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে অর্থের অভাব ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে উপকূলের এসব সুবিধাবঞ্চিত নারীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অল্প বয়সে ক্যান্সারের মত দূরারোগ্য বাধিতে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে উপকূলের অনেক নারী।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপুর্ণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা গ্রামে দিনব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে।

এভারগ্রীন যুব সংঘের সভাপতি রনজিত কুমার রপ্তানের সভাপতিত্বে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য তপন কুমার মন্ডল, মাসুম বিল্লাহ, প্রভাষ কুমার রায়, লিডার্সের মনিটরিং অফিসার জয়দেব জোদ্দার প্রমুখ।

স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন শ্যামনগরস্থ ফ্রেন্ডশিপ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রীমা আক্তার (এমবিবিএস) এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলের নারীদের লবণ পানি পান করতে হয়, লবণ পানিতে গোসল করতে হয়। এছাড়া জীবন চালাতে উপকূলের নারীরা নদীতে মাছ ধরে এবং চিংড়ি ঘেরে শ্রমিক হিসাবে কাজ করছে। ফলে সারাদিন লবণ পানিতে থাকার কারনে বিভিন্ন বয়সী নারীদের স্ত্রী রোগ ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বহুবিধ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আরো বেড়েছে চর্ম জাতীয় রোগ। তাছাড়া এসব নারীদের নারী সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা নিতে পুরুষ ডাক্তারের নিকট সবকিছু খুলে বলতে দ্বিধাবোধ করেন। ফলে সঠিক চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হন তারা। উপকূলীয় অঞ্চলের নারীদের মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ সময়োপযোগি বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সরকারের পাশাপাশি লিডার্স উপকূলীয় অঞ্চলের এই সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে। উপকূলের নারীরা টাকার অভাবে, যাতায়াত সুবিধার অভাবে যারা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন না তাদের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লিডার্সের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান বক্তারা। মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ প্রদান করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!