খুলনার বটিয়াঘাটায় বিদেশে নেয়ার প্রলোভনে নারীকে ধর্ষণ মামলায় একজনকে আটকের কথা জানিয়েছে র্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ।
খুলনার পাইকগাছা উপজেলার নলিয়ারচক এলাকা থেকে মঙ্গলবার বেলা ৩টার দিকে খোকন গাজীকে আটক করা হয়।
তিনি পাইকগাছা উপজেলার নোয়াই গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।
র্যাব জানায়, বিদেশ পাঠানোর কথা বলে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন খোকন গাজী। চলতি বছরের জানুয়ারিতে পাসপোর্ট তৈরির কথা বলে বসুরাবাদ গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ভয়ভীতি দেখিয়ে ও বিয়ে করার আশ্বাসে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ওই নারী অভিযোগে দিলে তদন্ত শুরু করে র্যাব।
বজলুর রশীদ বলেন, গ্রেপ্তারের পর খোকন গাজীকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে র্যাবের সহযোগিতায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন।
খুলনা গেজেট/এএ