যশোরে ৪৫ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তাদের প্রাইভেটকার চালককেও গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে তাদের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হল, আব্দুর রহমান এবং তার পুত্র আব্দুল্লাহ। তারা কুষ্টিয়ার বেড়া উপজেলার গোলাপনগর গ্রামের বাসিন্দা। এছাড়া প্রাইভেটকার চালক আকাশ খান শার্শা উপজেলার তালসারি গ্রামের জনৈক জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার (৯ মার্চ) রাত ২টার দিকে বিদেশি মদের একটি চালান যশোরের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩ টার দিকে ফোর্সসহ নাভারণ মোড়ে ব্যরিকেড দেয়। পাইভেটকারটি আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে। যার মধ্যে রয়েছে ভ্যাট ৬৯, ২৩ বোতল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ১৫ বোতল এবং জেএন্ডবি ৭ বোতল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড