খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

বিকাশ প্রতারণায় ২৩ হাজার টাকা খুইয়েছেন খুবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

বিকাশ প্রতারক চক্রের খপ্পরে পড়ে ২৩ হাজার টাকা খুইয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা রায়। আজ শনিবার (১০ অক্টোবর) সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (যার নং-৬৩১) করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিকাশ হ্যাকিং চক্রের কবলে পড়েন তিনি।

সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় +১৬২৪৭ থেকে কল করে বিকাশ এজেন্ট অফিস থেকে কল করা হয়েছে বলে কিছু তথ্য চাওয়া হয়। তিনি তাদের চাহিদা মত সকল তথ্য দেন। এর কিছুক্ষণ পরে দেখতে পান তার বিকাশ একাউন্ট থেকে ১৫ হাজার ও ৮ হাজার দুই দফায় ২৩ হাজার টাকা বের করে নেয়া হয়েছে। বিষয়টি বিকাশ কর্তৃপক্ষের হট লাইনে জানানো হলে তাকে বলা হয় ০১৮৮২২৩৫৬৪৬৭ পারসোনাল নম্বরে ১৫ হাজার টাকা এবং ০১৮৪৬৭৫৩৮০৭ এজেন্ট নম্বরে ৮ হাজার টাকা নেয়া হয়েছে।

আজ শনিবার বিকেল ৩টা ৩২মিনিটে ০১৮৪৬৭৫৩৮০৭ ফোন করে সেটি খোলা পাওয়া যায়। এদিকে, বিকাশ চক্রের খপ্পরে পড়ে টাকা খুইয়ে ওই ছাত্রী চরম বিপাকে পড়েছেন।

খুবি’র চারুকলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা রায় অভিযোগ করেছেন, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বিকাশ অফিসে গেলেও সহযোগিতা করেননি কর্মকর্তারা। তিনি বলেন, গতকাল প্রতারিত হবার পরপরই আমি বিকাশ হেল্প লাইনে কল করেছিলাম। তারা আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে বললেন, করলাম। সেই সময়ে আমার নম্বরে সাড়ে চারশ’ টাকা, সেই টাকাটা আটকতে বললাম। হেল্প লাইনও বললো, ঠিক আছে- টাকাটা আটকে দিলাম। কিন্তু সকালে উঠে দেখি সেই সাড়ে চারশ’ টাকাও নম্বরে নেই। জিডি করে খুলনা বিকাশ অফিসে গেলেও কর্তব্যরত কর্মকর্তারা সহযোগিতা করছেন না বলে অভিযোগ ভুক্তভোগীর।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!