যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের বাড়ি থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার বিকেলে সাপটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের ছেলে ইনামুল সর্দার গত ২২ অক্টোবর শুক্রবার গাতিপাড়া সীমান্তের ১৩ ঘর নামক স্থানে গাছ কাটার কাজে যান। সেখানে তিনি রাসেল ভাইপার সাপটি দেখতে পান। এটিকে তিনি অজগর সাপ মনে করে পোষার জন্য ধরে নিয়ে কাঁধে করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানার পর ২১ বিজিবি সদস্যরা তার বাড়ি থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
নুর ইসলাম সর্দারের মা জানান, তার ছেলে গত তিন দিন ধরে সাপটিকে অনেক যতেœ ইঁদুর ও ব্যাঙ খাইয়ে বাঁচিয়ে রেখেছেন। অনেকে তাদেরকে দুই থেকে চার লাখ টাকা দিয়ে সাপটি কিনতে চেয়েছিলো। কিন্তু তারা রাজি হননি। সোমবার বিকেলে বিজিবি সদস্যদের কাছে সাপটি তুলে দেয়া হয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সাপটি উদ্ধার করেছেন। এ সাপটি খুবই বিষাক্ত। সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হবে।