খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

বাজেট সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের : খুলনা আ.লীগ

গেজেট ডেস্ক

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনৈতিক দল। সেই দলের অভিভাবক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে দেশের উন্নয়নের স্বার্থে বাজেট পেশ করে থাকেন। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। তিনি কৃষক-শ্রমিক মেহনতি মানুষের জীবন মানোন্নয়নে এ বাজেট পেশ করেছেন। বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে তিনি বলেন, সঙ্কটকালীন সময়ে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে একটি বাস্তবভিত্তিক সময়োপযোগী বাজেট দিয়েছে সরকার। যা দেশের ৫৩তম এবং শেখ হাসিনা সরকারের নেতৃত্বে ২১তম বাজেট। তিনি বলেন, মানুষকে সংশোধিত হওয়ার জন্য সুযোগ দেয়া হয়েছে এ বাজেটে। জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করার জন্যই এ বাজেট। মূল্যস্ফীতিতে লাগাম ধরা, শিক্ষা, সাংস্কৃতি, স্বাস্থ্য, কৃষি ও শিল্পে জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হওয়ার বাজেট। দেশের ইতিহাসে সর্বোচ্চ এ বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আসুন দলমত নির্বিশেষে আগামী প্রজন্মের স্বার্থে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

বৃহস্পতিবার (৬ জুন) বাদ মাগরিব বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের পূর্বে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, শেখ এশারুল হক, মো. ফায়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, এম এ নাসিম, এ্যাড. শামিম আহমেদ পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ নজিবুল ইসলাম নজিব, এ্যাড. আল আমিন উকিল, মল্লিক নওশের আলী, নজরুল ইসলাম খোকন, মো. শহীদুল হাসান, তাজমুল হক তাজ, মাসুদ পারভেজ, অভিজিৎ পাল, কাঞ্চন শিকদার, জামিল আহমেদ সোহাগ, সাগর মজুমদার, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, হিরন হাওলাদার, রফিকুল ইসলাম রফিক, মো. মাহমুদুল ইসলাম সুজন, ইবনুল হাসান, সালমান ফারসি, ঝলক বিশ^াস, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এর আগে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দলীয় কার্যালয় হতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!