যশোরের বাঘারপাড়া থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আনসার আল ইসলামের দুই সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন পুলিশ পরিদর্শক মকবুল হোসেন।
অভিযুক্ত আসামিরা হলো, বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের মধ্যপাড়ার তকলিফুর রহমানের ছেলে আবু আমের ওরফে আমের আলী ও মৃত কাসেদ আলী মোল্লার ছেলে কাজল ইসলাম ওরফে বায়োজিদ।
মামলা সূত্রে জানা গেছে, ঢাকা র্যাব-৩ এর গোয়েন্দা সূত্র ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যশোরের বাঘারপাড়ার পশ্চিমা গ্রামের আনসার আল ইসলামের সদস্যরা আবু আমেরের বাড়িতে অবস্থান করছে। ২০২১ সালের ২০ মে গভীররাতে ঢাকা র্যাব-৩ এর একটি বিশেষ দল আবু আমেরের বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আবু আমেরকে আটক করা হয়। আবু আমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। সে তার মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক, ম্যসেঞ্জার, ও টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে জঙ্গিবাদী পোস্ট, লাইক ও বিভিন্ন বক্তব্য শেয়ার করে। শায়খ জসিম উদ্দিন রাহমানীসহ বিভিন্ন লোকের উগ্রবাদী জিহাদী ভিডিও পোস্ট করে। আবু আমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যপদ গ্রহন করে রাষ্ট্র বিরোধী কার্মকান্ড পরিচালনা করছিল।
এ ব্যাপারে র্যাব-৩ এর নায়েক সুবেদার ফিরোজ খান বাদী হয়ে আটক আবু আমের ও বায়েজিদ কাজলসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে বাঘারপাড়া থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত কাজল ইসলাম বায়েজিদকে পলাতক দেখানো হয়েছে।
খুলনা গেজেট/ টি আই