যশোরের বাঘারপাড়ায় ইজিবাইক চুরির সময় টিপু হাওলাদার (৬০) নামে এক চোরকে ধরে গণপিটুনী দিয়েছে স্থানীয় জনতা। বুধবার সকাল ৯টায় উপজেলার ভিটাবল্লা উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি ইজিবাইক উদ্ধার হয়। পুলিশ জানায়, চোর টিপু হাওলাদার যশোর শংকরপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে।
বুধবার সকালে ভিটাবল্লা উত্তরপাড়া থেকে জাহিদ হোসেনের ইজিবাইক গাড়ি চুরির সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে গণপিটুনী দেয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। পিটুনীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ইজিবাইক চোর ধরা পড়ার সংবাদে থানায় হাজির হন একই গ্রামের ভুক্তভোগী লুৎফার রহমান। তিনি জানান, দু’দিন আগে একই ব্যক্তি কৌশলে ভাংগুড়া বাজার থেকে ছেলে মোস্তাইনের কাছ থেকে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার অফিসার ইনর্চ্জা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, ইজিবাইক চুরির ঘটনায় একজন আটক ও ঘটনাস্থল থেকে চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আরো কয়েকটি চুরি হওয়া ইজিবাইক উদ্ধার হতে পারে বলে তিনি জানান।
খুলনা গেজেট/কেএম