যশোরের বাঘারপাড়ায় আগুনে পুড়ে দুটি পরিবারের ছয়টি ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাশুয়াড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের দিনমজুর হাসান আলী ও রুবেল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানায়, বাড়ির বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে এ আগুন পুরো বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে স্থানীয়রা ব্যাপক চেষ্টা চালায়। পরে খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাড়ির দুই ভাই হাসান ও রুবেলের বসবাসরত ৬টি টিনের ছাউনির ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক হাসান আলী বলেন, আমার ও আমার মামাতো ভাই রুবেলের ঘরে থাকা স্বর্ণালংকার, জমির দলিলপত্র, আইডি কার্ড, পোশাক, লেপকাঁথা, সরিষাসহ দুই পরিবারের মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের নগদ তিন লাখ টাকাসহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই রইলো না।
বাঘারপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আয়ুব হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষসহ আমাদের সদস্যরা মিলে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পরিবারগুলোর নগদ টাকাসহ প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/ এসজেড