যশোরের বাঘারপাড়ার সিটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্বাস্থ্য বিভাগের নির্দেশে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. কৌশিক আশরাফসহ পুলিশের কর্মকর্তারা।
এরআগে গত ১২ এপ্রিল সিটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কয়েকটি অভিযোগের ভিত্তিতে তদন্তে যান যশোরের সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম। ঘটনা তদন্তে ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের প্রায় দুই মাস পর সোমবার এ অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।
গত ৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত পত্রে যশোরের সিভিল সার্জন অফিসের দেয়া সিটি ডায়াগনস্টিক সেন্টারের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধসহ কারণ দর্শানের নোটিশের জবাবের কথা বলা হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। একইসাথে প্রতিষ্ঠানের পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই