খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

বাগেরহাট থেকে পায়ে হেটে ভারতের কেদারনাথ মন্দিরে যাচ্ছেন কাপড় ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে শিবের ক্রিপা লাভের আশায় পায়ে হেটে ভারতের কেদারনাথ মন্দিরে যাচ্ছেন স্বদেশ কুন্ডু নামের এক কাপড় ব্যবসায়ী। শুক্রবার (২ আগস্ট) সকালে রামপাল উপজেলার গৌরম্ভা এলাকা থেকে টিশার্ট ও গামছা পড়িহিত অবস্থায় তিনি পায়ে হেটে রওনা দেন। এসময় আবেগঘন পরিবেশে স্বজন ও প্রতিবেশীদের সাথে কোলাকুরি মধ্য দিয়ে বিদায় নেন ২৯ বছর বয়সী স্বদেশ কুন্ডু। সবকিছু ঠিক থাকলে ৭০ দিন পায়ে হেটে ১৯০০ কিলোমিটার দূরের মন্দিরে পৌছাবেন এই মহাদেব ভক্ত। স্বদেশ কুন্ডুকে শুভ কামনা জানিয়েছেন স্থানীয়রা।

স্বদেশ কুন্ডু গৌরম্ভা এলাকার মোহন কুন্ডুর ছেলে। গৌরম্ভা বাজারে তার কাপড়ের ব্যবসা রয়েছে।

স্থানীয়রা জানান, স্বদেশ কুন্ডু একজন ধর্মভীরু মানুষ। বিভিন্ন সময় সে দূরদূরান্তের জাগ্রত মন্দিরে যাওয়ার আশা প্রকাশ করতেন। এবার সে হেটে কেদারনাথ মন্দিরে যাচ্ছেন। আমরা তার জন্য আশির্বাদ করি, সে যে সুস্থ্যভাবে ফিরে আসেন।

রামপাল পূজা উদযাপন পরিষদের সদস্য তুষার মজুমদার বলেন, আমাদের জানা মতে বাগেরহাট থেকে এই প্রথম কোন ভক্ত হেটে কেদারনাথ মন্দিরে যাচ্ছে। আমরা তাকে বিদায় জানাতে এসেছি। তার যাত্রা সফল হোক।

স্বদেশ কুন্ডুর ভাগ্নে সবুজ সরকার বলেন, হেটে যাওয়া খুবই কষ্টকর একটা বিষয়। তারপরও মহাদেবের ভালবাসা পেতে মামা যাচ্ছেন, মামার জন্য শুভ কমানা জানাই।

দীলিপ কুন্ডু নামের এক ব্যক্তি বলেন, মনে আশা থাকলেও, সবার পায়ে হেটে যাওয়ার সাহস হয় না। স্বদেশের এই যাত্রা তা দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বদেশ সুস্থ্যভাবে ফিরে আসলে, হয়ত আরও অনেকে এভাবে হেটে যাওয়ার চেষ্টা করবেন। তাতে কেদারনাথ মন্দিরের স্থায়ী ভক্তদের সাথে আমাদের বাগেরহাটের সনাতন ধর্মালম্বীদের একটি সেতুবন্ধন তৈরি হবে।

কেন এই দীর্ঘ যাত্রা জানতে চাইলে স্বদেশ কুন্ডু বলেন , কেদারনাথ মন্দির একটি জাগ্রত মন্দির। ছোট বেলা থেকেই এই মন্দিরে যাওয়ার একটি সুপ্ত বাসনা ছিল, মনের সেই আশা পূরণের জন্য পায়ে হেটে যাচ্ছি। সেখানে শিবের পূজা ও আড়াধনা করব। আমার পরিবার ও এলাকাবাসীর জন্য প্রার্থনা করব।

হেটে যাওয়া রুট সম্পর্কে স্বদেশ কুন্ডু বলেন, গৌরম্ভা থেকে রুপসা, রুপসা থেকে কেশবপুর, কেশবপুর থেকে জামতলা, জামতলা থেকে বেনাপোল বর্ডার পার হয়ে পেট্রোপোল থেকে পশ্চিমবঙ্গ প্রদেশে প্রবেশ করব। সেখান থেকে পায়ে হেটে ঝাড়খন্ড প্রদেশ দিয়ে উত্তর প্রদেশের কেদারনাথ মন্দিরে পৌছাব। সবকিছু ঠিক ও শরীর সুস্থ্য থাকলে ৭০ দিনের মধ্যে পৌছাব। এই সময়ে বিভিন্ন এলাকায় থাকা মন্দির-মন্ডপে বিশ্রাম ও খাওয়া দাওয়া সম্পন্ন করব। কেদারনাথ মন্দিরে পূজা আর্চোনা ও অন্যান্য আড়াধনা শেষে যানবাহনে করে বাড়ি ফিরবেন ২৯ বছর বয়সী এই যুবক। দীর্ঘ যাত্রায় মাত্র ৩০ হাজার টাকা ব্যয় হবে বলে জানান স্বদেশ।

কেদারনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এটি সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান তীর্থ্য স্থান। প্রতিবছর নির্দিষ্ট সময়ে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা আসেন কেদারনাথ মন্দিরে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!