খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

বাগেরহাটে সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনাকালীন সময়ে ঝরেপড়া সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের রাজনৈতিক ফেলো আওয়ামী লীগ নেতা সাদিয়া আফরোজ এবং ছাত্রদল নেতা আলী সাদ্দাম আহমেদ দীপের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাটের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গনি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড. লুনা সিদ্দিকী, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা ছাত্র লীগের সহ-সভাপতি কাজী মঞ্জুর হাসান উল্কা, বাগেরহাট জেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তালহা মাহি, এসএম ফয়সাল মোর্শেদ, সাংবাদিক আলী আকবর টুটুল, এস.এম রাজ, এস.এস শোহান, সোহাগ হাওলাদার প্রমুখ।

বক্তারা, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনিটরিং সেল গঠন এবং শিক্ষক-শিক্ষিকাদের জোর তৎপরতা নিশ্চিত করার দাবি জানান। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় অভিভাবকদের সমন্বয়ে আলাদা মনিটরিং সেল গঠন করে সার্বক্ষনিক তদারকির কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত সকল সুবিধা নিশ্চিত করার আহবান জানান।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!