খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত
  বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, আগস্ট থেকে কার্যকর

বাংলাদেশ-ভারত ম্যাচ, ফের বিতর্কে আম্পায়ারিং

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের যে কোনো পর্যায়েই বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে জন্ম হচ্ছে আম্পায়ারিং বিতর্কের। সেই বিতর্কে যোগ দিয়ে বাগযুদ্ধে মেতে উঠছেন দুই দলের সমর্থকেরা। চলতি ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে আজ বাংলাদেশ বনাম ভারতের ম্যাচেও এমন ঘটনা ঘটল। ব্যাটারকে আউট ঘোষণা করার পর সিদ্ধান্ত পাল্টে ফেলেন থার্ড আম্পায়ার।

যা নিয়ে ক্ষুব্দ সমর্থকেরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ১৪তম ওভারের ঘটনা। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের বলটি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন ব্যাটার নিকিন জোসে। বল তার ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় কিপারের গ্লাভসে।

কিপার আকবর আলী সাথে সাথে স্টাম্পড করে দেন নিকিনকে। সিদ্ধান্তের ভার পড়ে তৃতীয় আম্পায়ারের ওপর। স্টাম্প ভাঙার সময় নিকিনের পা ক্রিজের মাটি ছুঁয়েছে না উপরে ছিল- এটাই দেখার বিষয়। কিন্তু বিভিন্ন কোণ থেকে টিভি রিপ্লে দেখে আম্পায়ার ফয়সাল আফ্রিদি হয়তো নিশ্চিত হতে পারছিলেন না।
একেক কোণ থেকে একেক রকম মনে হচ্ছিল। এসব ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হলে সাধারণত ব্যাটসম্যানকে ‘বেনিফিট অব ডাউট’ দেওয়া হয়ে থাকে। দীর্ঘক্ষণ রিপ্লে দেখে থার্ড আম্পায়ার নিকিনকে আউট ঘোষণা করেন। বাংলাদেশ শিবিরে শুরু হয় উল্লাস। যা বেশিক্ষণ টেকেনি।

একটু পরেই ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে নটআউট ঘোষণা করা হয় নিকিনকে। যা বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে ক্ষোভের সঞ্চার করে। ম্যাচ শেষে হয়তো এ ব্যাপারে আম্পায়ারের ব্যখ্যা পাওয়া যেতে পারে। তবে ৯ রানে বেঁচে যাওয়া নিকিন ১৭ রানের বেশি করতে পারেননি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!