খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু

স্পোর্টস ডেস্ক

দরজায় কড়া নাড়ছে ভারত বিশ্বকাপ। তার আগে শেষ সময়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।

যদিও এই সিরিজে দলের অধিকাংশ ক্রিকেটারই থাকছেন বিশ্রামে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থেকে শুরু করে কেন উইলিয়ামসনও খেলছেন না এই সিরিজে। তবে এই সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান এই ব্যাটার।

ফিরছেন দুই সিনিয়র ক্রিকেটার

নতুন করে ফেরা রিয়াদ-সৌম্যকে নিয়ে লিটনের ভাবনা, ‘ভূমিকা নিয়ে আমি বলতে চাই না। পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি দ্রুত উইকেট পড়ে যায় রিয়াদ ভাই ব্যাটিংয়ে গেলে ৩০-৩৫ ওভারের গেম থাকলে উনি উনার মতো গেম খেলবে। এটা বলার দরকার নেই, উনি অনেক ম্যাচিউরড। একই কথা সৌম্যর ক্ষেত্রেও। যেখানেই সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। শুধু তারা দুজন না, প্রত্যেক ব্যাটারের দায়িত্ব রান করা।’

প্রথমবার অধিনায়কের ভূমিকায় লকি ফার্গুসন

এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লকি ফার্গুসনের অধিনায়কত্বের। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো এসে কিউই এই অধিনায়ক জানালেন নিজের ভালোলাগার কথা। সঙ্গে বাংলাদেশকে অ্যাখা দিলেন ভালো দলের।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ফার্গুসন বলছিলেন, ‘এখানে আসতে পেরে খুব খুব রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এলাম। ইংল্যান্ডে যেমন কন্ডিশন থেকে এসেছি, তার চেয়ে আলাদা। কিন্তু আমি উপমহাদেশে খেলতে পছন্দ করি, খুব ভালো চ্যালেঞ্জ। আর অবশ্যই বংলাদেশ তাদের ঘরের মাঠে খুব ভালো দল।’

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!