বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডেতে দফায় দফায় বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে কমেছে ওভার, ম্যাচ গড়িয়েছে ‘রিজার্ভ ডে’ তে। ফলে শুক্রবার সকাল ৯টা থেকে আজকের অসমাপ্ত খেলা শুরু হবে।
আগে ব্যাট করতে নেমে দক্ষণ আফ্রিকা ২৯ ওভারে ১৪৫ রান করে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকা ২৯ ওভারে বাংলাদেশকে ১৬৩ রানের টার্গেট দেয়। বাংলাদেশ দল ব্যাট করতে নেমে প্রথম ওভারেই এক উইকেট হারিয়ে ৭ রান সংগ্রহ করে। আবারও বৃষ্টি শুরু হয়। এদিন বিকাল ৫টার পর খেলা রিজার্ভ ডে শুক্রবার গড়ায়। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ দল দ্বিতীয় ওভারের শুরু থেকে ব্যাটিং করবে। ফলে জিততে হলে ২৮ ওভারে ১৫৬ রান করতে হবে টাইগারদের।
এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময় সকাল ৯টায় খেলা শুরু হয়নি। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে খেলা শুরু হলেও ৩.৪ ওভার খেলার পর বৃষ্টির কারণে ফের বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে আবারও খেলা শুরু হয়। আবারও বৃষ্টি শুরু হলে দ্বিতীয় দফায় ওভার কমে। দক্ষিণ আফ্রিকা ২৯ ওভার ব্যাটিং করে। ২৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করে সফরকারীরা। জিততে হলে বৃষ্টি আইন অনুযায়ী বাংলাদেশকে ২৯ ওভারে ১৬৩ রান করতে হবে।
সূচি অনুযায়ী, আজ ৬ জুলাই, আগামী ৯ ও ১১ জুলাই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে শেখ আবু আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর শেষ দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীতে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল: আশিকুর রহমান শিবলী, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আহরার আমিন (অধিনায়ক), আরিফুল ইসলাম (সহ-অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান, রোহানাত দৌলাহ বর্ষণ ও ইকবাল হোসাইন ইমন।
দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দল: লুহুয়ান দ্রে গিলবার্ট প্রিটোরিয়াস, জোনাথন ফন জাইল, লিয়াম এল্ডার, জুয়ান জেমস, ডেয়ান মারাইস, রোমাশান সোমা পিল্লে, ডেভিড টিগার, রিচার্ড সেলেটেসোয়েন, ত্রিস্টান লাস, কেওয়ানা মাফাকা, বেনজামিন ম্যানুয়াল হ্যানসেন।
খুলনা গেজেট/এমএম