খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জুলাই-আগস্ট হত্যাকাণ্ড : শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু
  এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ শেষ হাসারাঙ্গার

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ এ। এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই সিরিজের দল থেকে ছিটকে গেছেন লঙ্কান লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই ডানহাতি লেগি। যদিও তার ইনজুরির বিষয়টি লঙ্কান দল বা ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়নি। এমআরআই রিপোর্টও প্রকাশ করা হয়নি। তবে দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে টি-২০ সিরিজে থাকছেন না হাসারাঙ্গা।

শ্রীলঙ্কার টি-২০ দলে বেশ ক’জন স্পিনার থাকায় হাসারাঙ্গার বদলি হিসেবে কাউকে দলে নিচ্ছে না শ্রীলঙ্কা। লঙ্কান স্পিনার ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করতে কলম্বোর হাই পারফরম্যান্স সেন্টারে যোগ দেবেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-২০ খেলবে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে। পরের দুই টি-২০ যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে।

হাসারাঙ্গা অবশ্য টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেও ওয়ানডে সিরিজে ব্যাটে বলে দারুণ খেলে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। তিনি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১২ তে উঠেছেন। তিন ম্যাচে বল হাতে ৯ উইকেট নিয়েছেন এই লেগি। রান করেছেন ৫৩।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!