বাটিয়াঘাটা উপজেলার ছয়ঘড়িয়া ইউনিয়নের গুপ্তমারি গ্রাম থেকে আইয়ুব আলী মোল্লা নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা। নিহত আইয়ুব ওই উপজেলার বিরাট গ্রামের মোনতাজ আলী মোল্লার ছেলে।
বটিয়াঘাটা থানার এসআই মোঃ নূর ইসলাম জানান, সকাল সাড়ে ১০ টায় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ছয়ঘড়িয়া ইউনিয়নের গুপ্তমারী গ্রামে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। সংবাদ শুনে তিনি ঘটনাস্থলে যান। নিহতের চাচাতো ভাইয়ের মাধ্যমে তার পরিচয় জানতে পারেন তিনি। তার মা- বাবা কেউ নেই। তাকে কি কারণে হত্যা করা হয়েছে সেটি এখনও জানা যায়নি।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুর রহমান জানান, ঘটনাস্থলে তাদের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। রাতে ওই যুবককে খুন করে লাশ ওখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
খুলনা গেজেট/ এস আই