বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে খুলনা জেলা দল যশোরের উদ্দেশ্যে খুলনা ছাড়বে রবিবার সকালে। এ দিন দুপুর ১২টায় যশোর স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পটুয়াখালি জেলা দলের।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা ফুটবল এ্যসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে খেলোয়াড়দের ট্র্যাকস্যুট ও জার্সি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, লীগ কমিটির সম্পাদক সুজন আহমেদ, সহ সম্পাদক মনিরুজ্জামান মহসীন, শেখ আলাউদ্দিন নাসিম, কোচ এজাজ আহমেদ ও মনির শেখসহ খেলোয়াড়রা।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ৬টি ভেন্যুতে শুরু হয়েছে বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ছয় ভেন্যু হচ্ছে ফেনী, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, রাজশাহী ও পঞ্চগড়। চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা দেবে বাফুফে।
খুলনা গেজেট/ এস আই