খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে নেতা হননি। তাঁর মধ্যে সহজাত নেতৃত্ব গুণ ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে দীর্ঘ ও ধারাবাহিক সংগ্রাম তার প্রতিটিতেই ছিল শেখ মুজিবের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অংশগ্রহণ। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার অসৎ পরিকল্পনা থেকেই। এর পেছনে ছিল দেশি-বিদেশি শক্তির সুদূরপ্রসারী পরিকল্পনার ফল। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় যারা চায়নি, যারা চায়নি বাঙালি জাতি স্বাধীন অস্তিত্ব নিয়ে বিশ্বসভায় মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াক, তাদের চক্রান্ত-ষড়যন্ত্রেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার ও এস এম আকিল উদ্দিন। প্রধান বক্তার বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সরকার আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্টসহ বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়েছিল। গ্রেনেড হামলার পর উপর্যুপরি গুলি করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। এতেই প্রমাণিত হয় এটি ছিল শেখ হাসিনাকে হত্যার নীল নকশা। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডের ধারাবাহিকতায় সংগঠিত হয় ২১ আগস্টের গ্রেনেড হামলা। তবে স্বাধীনতা বিরোধী খুনিদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মঈনুল ইসলাম নাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজুর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, চৌধুরী হাফিজুর রহমান, এ্যাড. মোশাররফ হোসেন, আব্দুর রশীদ, আবুল কালাম, মামনুন আহমেদ, নজরুল ইসলাম খোকন, মিজানুর রহমান নাজু, জাকির হোসেন হাওলাদার, শাহ আলম করিম, বিপ্লব সাহা, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, ইমতিয়াজ আলী, সাহাবুদ্দিন বাবু, আমিুনল হক, আমিন্জ্জুামান চুন্নু, হেনা আলমগীর, আলতাফ হোসেন, তৌহিদুর রহমান পিন্টুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোক সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/কেডি