খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে খুলনায় আ’লী‌গের আলোচনা সভা

গেজেট ডেস্ক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই, বাংলাদেশ ও বাঙালির অস্তিত্ব আজ বিশ্ব বলয়ে। তাঁর দুরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের যেমন সফলতা এনে দিয়েছিলো, তেমনি ওই আন্দোলনের সুত্র ধরেই বাঙালি তাদের অধিকার ফিরে পেয়েছিলো।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যেমন ভৌগলিক স্বাধীনতা চেয়েছিলেন, তেমনি চেয়েছিলেন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তি। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে সাড়ে ৭ কোটি বাঙালি নিরস্ত্রবস্থায় স্বশস্ত্র পাক বাহিনীর বিরূদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে ভৌগলিকভাবে স্বাধীন করে। এরপর তিনি হাত দেন বাঙালি জাতির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির কাজে। কিছুটা পথ যেতে না যেতেই তাঁকে স্বপরিবারে হত্যা করা হয়। থেমে যায় সকল মুক্তির আন্দোলন। আবার শুরু হয় পাক হায়েনার প্রেতাত্মাদের সামরিক শোষণ। ওই সামরিক শাসনের বেড়াজাল ছিড়ে বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনা জীবন বাজী রেখে পিতার স্বপ পূরণে কাজ করেন। আজও তিনি বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন বাস্তবায়নে সকল মুক্তির আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এসময়ে তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বস্তবায়নে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তির আন্দোলনে যোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান।

রবিবার সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, সংসদ সদস্য অধ্যা. রুনু রেজা, কাউন্সিলর আলী আকবর টিপু, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, তসলিম আহমেদ আশা, আব্দুল হাই পলাশ, বাদল সরদার বাবুল, শেখ জাহিদুল ইসলাম, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড, শামীম আহমেদ পলাশ, পারভিন ইলিয়াছ, নাসরিন আক্তার, নাছরিন ইসলাম তন্দ্রা, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিরর শরিফুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর রাফিজা খাতুন মিরা, শেখ ফারুক হোসেন, মল্লিক নওশের আলী, গোলাম মোর্ত্তজা, হাফেজ আব্দুর রহীম, বাচ্চু মোড়ল, কবীর পাঠান, আঞ্জুমনোয়ারা বেগম, নূর জাহান রুমি, কবিতা খানম, রেজাওয়ানা প্রধান, রেখা খানম, লাকি খাতুন, তাসলিমা খাতুন লিমা, মো. জিলহাজ¦ হাওলদার, মাসুদ হাসান সোহান, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, সংকর কুন্ডুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয় হতে র‌্যালী করে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!