খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে খুলনায় এতিমদের মাঝে র‌্যাবের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) খুলনা।

এরই অংশ হিসেবে শুক্রবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে র‌্যাব -৬ এর পরিচালক লে: কর্ণেল মুহাম্মদ মোশতাক আহমদ নগরীর লবনচরা শিপইয়ার্ড বুখারীয়া পাড়া দারুল ফালাহ হিফজুল কুরআন ও তা’লীমুল কুরআন মাদ্রাসার ৪৬ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন, স্পেশাল কোম্পানী কমান্ডার লে: কমান্ডার এম সারোয়ার হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো: বজলুর রশীদ।

র‌্যাব -৬ এর পরিচালক বলেন, প্রতিবছর আমরা জাতির পিতার জন্ম দিনে এতিম ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করি।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: নজমুল হাসান বলেন, গত বছরও র‌্যাবের পক্ষ থেকে এখানকার এতিমদের খাবার দেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মাদ্রাসায় ৪৬ জন শিক্ষার্থী রয়েছে। তারা সকলে এ খাবার গ্রহণ করেছে। পরে জাতির পিতার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!