শিরোমণি বিসিক এলাকার হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ সহ তাদের বিভিন্ন দাবীতে শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।
ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ফরহাদ মোড়লের পরিচালনায় বক্তৃতা করেন মোঃ জিন্নাহ, হামজা, জয়, রবিউল, পারভেজ, সাগরিকা, আক্তার, আবুল, রবিউল, ইয়াসিন, ইউসুফ, দিপক, মশিউর, লাকি প্রমুখ।
সভায় নেতৃবৃন্দরা বলেন, তাদের প্রায় ১৮০ জন শ্রমিকরে ২০ সপ্তাহের মজুরী, একটি বোনাস পাওনা রয়েছে। শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। অতিদ্রুত শ্রমিকদের বকেয়া পরিশোধ করা না হলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।
এদিকে খুলনা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য ) মোঃ সোয়াইব হোসেন সাক্ষরিত এক পত্র থেকে জানা যায়, আগামি ১০ দিনের মধ্যে কারখানা চালু করে শ্রমিকদের বেতন পরিশোধের তাগিদ দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই