জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ লুৎফর রহমান বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইলের বিশ্বাস পাড়ায়।
পুলিশ জানায়, পিপরাইল গ্রামের মোঃ লুৎফর রহমান বিশ্বাসের সাথে প্রতিবেশী নূর মোহাম্মদ বিশ্বাস (৬০) এর দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার বিকালে নূর মোহাম্মদ বিশ্বাসের নেতৃত্বে ৪/৫ জন সংঘবদ্ধভাবে মোঃ লুৎফর রহমান বিশ্বাসের উপর লাঠিশোটা নিয়ে বেধড়ক মারপিট করে আহত করে।
এ ঘটনায় মোঃ লুৎফর রহমান বিশ্বাস বাদি হয়ে ফুলতলা থানায় ৫ ব্যক্তিকে আসামী করে মামলা (নং-০১, তারিখ-০২/০৮/২১) দায়ের করেন। পুলিশ এজাহারনামীয় আসামী নূর মোহাম্মদ বিশ্বাসকে আটক করে সোমবার জেল হাজতে প্রেরণ করে।
খুলনা গেজেট/এনএম