খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

ফুলতলায় খেয়াঘাট ইজারাদারসহ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলায় স্বাস্থবিধি প্রতিপালন ও কঠোর লকডাউন নিশ্চিতকরণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস রোববার (৪ জুলাই) দিনব্যাপী ফুলতলা ও জামিরা বাজারে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৩শ’ ৫০টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এদিকে ফুলতলা বাজারের গোডাউন ঘাটে ট্রলারে অতিরিক্ত যাত্রী পারাপার, নিয়ম বহির্ভূত ভাড়া আদায় এবং ভাড়ার তালিকা না থাকায় খেয়াঘাটের ইজারাদার মোঃ ইমানকে ৫ হাজার, বিধি ভঙ্গ করে দোকান খোলায় সুতার দোকান রহমানকে ১ হাজার ও আঃ হামিদকে ৫শ’ এবং মাস্ক না থাকায় সবুজকে ১শ’, সুলতানকে ১শ’, সৈয়দ মোল্যাকে ১শ’ ও নিতাইকে ৫০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এছাড়া ফুলতলা ও জামিরা বাজারে দোকান খোলা রাখায় মোঃ জিয়াকে ২ হাজার, মোঃ আল আমিন ৫’শ, মোঃ পলাশ ৫’শ, মোঃ ফেরদৌস ১ হাজার, আবু সাইদ ২ হাজার, মোঃ আলমগীর ১ হাজার, সমীর ১ হাজার, মোঃ লিখন ৫’শ ও মোঃ রনিকে ১ হাজার জরিমানা ধার্য ও আদায় করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!