খুলনা, বাংলাদেশ | ১৯ আশ্বিন, ১৪৩১ | ৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলার লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়, আ. লীগের পক্ষে বাংলাদেশের পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের জানাবেন তারা
  নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবারাহের চুক্তি
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২

ফিরলেন তামিম-মাহেদী, ম্যাচে ফেরার চেষ্টা মাহমুদুল্লাহ’র

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটে দাঁড়ানোর সময়ই পাচ্ছেন না বাংলাদেশি ব্যাটসম্যানরা। একের পর এক দায়িত্বহীনতার পরিচয় দিয়ে সাজঘরে ফিরছেন ব্যাটাররা। বিপদের সময়ে দলের কাণ্ডারি হয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু তিনিও শেষ পর্যন্ত দলকে বিপদে রেখে সতীর্থদের পথ অনুসরণ করেছেন।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলের পক্ষে হাল ধরেছিলেন তামিম ইকবাল। কিন্তু তিনিও ফিরেছেন মাঝপথে। এখন ম্যাচে ফেরার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলটি ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

৭০ রান তুলতেই টাইগার বাহিনী ৪ উইকেট হারিয়ে বসে। তবে এক প্রান্ত আগলে রেখে ভক্তদের আশায় প্রাণ সঞ্চার করেন তামিম ইকবাল। তার সঙ্গে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলীয় ৯২ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তামিম। তিনি ৫৮ বলে ৪৪ রান সংগ্রহ করেন। যেখানে রয়েছে ৭টি চারের মার।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর ওভারেই আম্পায়ান ইরাসমাস লিটনকে আউট দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদ থেকে বেঁচে যান লিটন। তবে সেটিকে বেশিদূর নিতে পারেননি তিনি।

ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে কাইল জেমিসনের শিকার হয়ে ফিরেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ওভারটিতে প্রথম তিন বলে রান বের করতে পারেননি লিটন। চতুর্থ বলে এক রান নেন মিডউইকেটে ঠেলে। পরের বলে তামিম এক রান নিলে ষষ্ঠ বলে স্ট্রাইকে ফিরেই আউট লিটন। অফ স্টাম্পের বাইরের শর্ট বল কাট করতে গেলে থার্ডম্যানে সহজ ক্যাচ পেয়ে যান রাচিন রবীন্দ্র। লিটনের ইনিংস থামে ১৬ বলে ৬ রানে।

লিটন ফেরার পরে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান ওপেনার তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। দুই তামিম মিলে ঝোড়ো রান সংগ্রহ করতে থাকেন। তাতে ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলে ফেলে টাইগার বাহিনী।

তবে ১১তম ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বোলার ইশ সোধি ওই এক ওভারেই তুলে নেন তানজিদ তামিম ও সৌম্য সরকারের উইকেট। তাতে শুরুর ধাক্কা কাটতে না কাটতেই চাপে পড়ে বাংলাদেশ। ১২ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন জুনিয়র তামিম। আর রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।

এরপরে দলীয় স্কোরে ১০ রান যোগ হতেই সোধির শিকার হয়ে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। তিনি করেছেন ৭ বলে মাত্র ৪ রান। ১৮.৫ ওভারে সোধির শিকারে পরিণত হন তামিম। এই মুহূর্তে ম্যাচে ফেরার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!