শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ। তবে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলের বিপক্ষে পাত্তাই পায়নি টাইগাররা, হেরেছে ৩-০ ব্যবধানে। এবার বাংলাদেশেই সমান ম্যাচের আরেকটি সিরিজ খেলতে আসছে পাকিস্তান।
তবে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া এই সিরিজের স্কোয়াডে নেই আগের সিরিজের সেরা উইকেটশিকারি হাসান আলি। তার অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, হাসান আলিকে আপাতত দলের বাইরে রাখা হলেও এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার প্রতিশ্রুতি রক্ষায় ব্যস্ত এই পেসার।
চলমান ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত ছন্দে আছেন হাসান। সেখানে ৮ ম্যাচে তিনি নিয়েছেন ১৯ উইকেট, যা এখন পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ। ইকোনমি রেট ৮.৬৮ হলেও ধারাবাহিকতায় নজর কেড়েছেন নির্বাচকদের।
জিও নিউজ আরও জানিয়েছে, আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে হাসানকে বিবেচনায় রেখেছে পাকিস্তানের নির্বাচক প্যানেল।
এদিকে গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে নেই সিনিয়র তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে তরুণদের ওপর ভরসা রাখার ইঙ্গিত আগেই দিয়েছিল পিসিবি, এবার সেই পরিকল্পনাই যেন বাস্তবায়ন হচ্ছে।
ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন পেসার নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র, অলরাউন্ডার শাদাব খান এবং হারিস রউফ। সুযোগ পেয়েছেন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া দুই পেসার সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
পাকিস্তান দল আগামী ১৬ জুলাই ঢাকায় এসে পৌঁছাবে। এরপর ২০ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২২ ও ২৪ জুলাই। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এনএম