প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। এ নির্বাচন আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ক্লাবের নোটিশ বোর্ডে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছেন।
নোটিশে বলা হয়, করোনা মহামারির কারণে যশোরের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের আদেশে ২৬ জুনের ভোট স্থগিত ঘোষণা করা হলো। ‘করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’
আগামী ২৬ জুন প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে সাধারণ সভা। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের প্রক্রিয়া চলছিল। কিন্তু সম্প্রতি যশোরে করোনা পরিস্থিতির ঘোর অবনতি হয়। বর্তমানে এ জেলায় ‘কঠোর লকডাউন’ চলছে। প্রতিদিনই করোনায় মৃত্যুবরণ করছেন মানুষ। রোগী সংখ্যাও উদ্বেগজনক।
করোনায় আক্রান্তদের মধ্যে সংবাদকর্মীরাও রয়েছেন। প্রেসক্লাব যশোরের তিনজন সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু’জন প্রার্থী গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, যাদের শরীরেও করোনার উপসর্গ রয়েছে।
এদিকে, নির্বাচন স্থগিত করার ঘোষণা শুনে ৩০/৪০ জন সাংবাদিক জেলা প্রশাসকের দপ্তরে যান। তারা ২৬ জুন নির্বাচন যাতে হয়, সে ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।
পরে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, সাতদিনের কঠোর লকডাউন শেষে ১ জুলাই প্রেসক্লাবের নির্বাচন করা যেতে পারে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু জানান, তারা ১ জুলাই নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা পেয়ে সেই অনুযায়ী কাজ করছেন।