বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে ১৯৯ নং দক্ষিণ সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা দরজার হ্যাজবোট কেটে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ টাকা, প্রোজেক্টর, পর্দা, রাউটার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার খানম বলেন, রবিবার সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ে চুরি খবর পান। পরে তিনি গিয়ে দেখেন দরজা ও ৩ টি আলমিরা ও একটি কেভিনেট ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল অজ্ঞাত চোরেরা নিয়ে গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাষ্টার সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, চুরির বিষয়টি প্রধান শিক্ষক অবহিত করেন। তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা গেছে আলমিরা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। কিছু কাগজপত্র ফ্লোরে ফেলে রেখে গেছে। শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে