খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

প্রাণের দল বিএনপি ছাড়ার প্রশ্নই আসে না : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

তৃণমুল বিএনপি নামক একটি সংগঠণে যোগদানকারীদের মধ্যে আমার ছবি সম্বলিত কিছু কাল্পনিক লেখা ও সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অস্তিত্ব সংকটে থাকা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের নেতাকর্মী এবং জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অসত্য কাহিনী ও উদ্দেশ্যমূলক মিথ্যাচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিএনপির একজন প্রতিষ্ঠাকালীন ও ৩ দফা ২৮ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরীক্ষীত নেতৃত্ব হিসেবে আমি নজরুল ইসলাম মঞ্জু শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহের ছায়ায় বেড়ে ওঠা রাজনৈতিক সংগঠক ও আগামী দিনের রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা এবং বিশ্বাসের প্রতি মর্যাদাশীল একজন রাজনৈতিক কর্মী এবং বিএনপির চলমান রাজনীতির ৪৫ বছরের শত পরীক্ষায় উত্তীর্ণ একজন বিশ্বস্ত নেতা হিসেবে জনপ্রিয় দল বিএনপি ছেড়ে অন্য কোন দলে যোগদানের কোন প্রশ্নই আসে না। বিএনপি বিরোধী সরকার দলীয় চক্র বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র ও চলমান গণতান্ত্রিক সংগ্রাম এবং জনগনের ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার আন্দোলনকে বানচাল করার ষড়যন্ত্র কোন প্রকারেই সফল হবে না। আমি মিথ্যা অপপ্রচার সম্পর্কে দল এবং জনগনকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়, আমাদের মাতৃসম নেত্রী যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে এবং তিনি গুরুতর অসুস্থ ও চিকিৎসা বঞ্চিত, আমাদের নেতা তারেক রহমান সরকারের ষড়যন্ত্রের স্বীকার হয়ে বিদেশে নির্বাসিত জীবনযাপন করছেন তখন আমাদের একমাত্র দায়িত্ব তাদের স্নেহ ও আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকা। আমি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই।

তিনি বিবৃতিতে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নি:শর্ত মুক্তি, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগনের ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে রাজপথের কর্মী হিসেবে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকব, ইনশাল্লাহ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!