খুলনায় তথ্যপ্রযুক্তি আইনে প্রাক্তন স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী সৈয়দ আমিনুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
আমিনুর রহমান নগরীর ৪ পুরাতন টিবি হাসপাতাল রোডের জিএম মাসুম বিল্লাহর বাড়ির ভাড়াটিয়া।
বুধবার (২৭ জুলাই) দুপুরে খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কণিকা বিশ্বাস এ রায় দেন। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এম সাজ্জাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৫ সালের মে মাসে পারিবারিকভাবে নিরালা আবাসিক এলাকার এক নারীর সঙ্গে আমিনুর রহমানের বিয়ে হয়। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। কিন্তু আমিনুর রহমান স্ত্রী-সন্তানদের না জানিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে আবারও বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারপর থেকে দুই সন্তানকে নিয়ে আলাদা থাকেন স্ত্রী।
২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর আমিনুর রহমান প্রাক্তন স্ত্রীকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেন। এ ঘটনায় আমিনুর রহমানের বিরুদ্ধে খুলনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন ওই স্ত্রী।
২০১৬ সালের ৩১ জুলাই আমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ মোশাররফ হোসেন।
খুলনা গেজেট/ এস আই