খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুবি থেকে গুম হওয়া দুই শিক্ষার্থী অনিক এবং মুজাহিদ জামিনে মুক্তি
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

প্রথমবারের মতো পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে নারী চালক

বেনাপোল প্রতিনিধি

ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোলে নারী ট্রাক চালক অর্নাপূর্না রাজকুমার ভারতর অন্ধ্র প্রদেশ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছেন। রবিবার (২১ এপ্রিল) দুপুরে ২১৩ রোল বা ৫ হাজার ৪৬৩ কেজি গেঞ্জির কাপড় (ফেব্রিকস) পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন ভারতীয় ট্রাক চালক অর্নাপূর্না রাজকুমার।

উক্ত মালামালের ভারতীয় রপ্তানিকারক তিজয় ইন্ডিয়াপুট লিমিটেড এবং বাংলাদেশি আমদানি কারক মন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড। এই চালানে রয়েছে ৫ হাজার ৪৬৩ কেজি (ফেব্রিকস) গেঞ্জির কাপড়।

স্থানীয় ও বন্দর সূত্র জানায়, আমদানি-রপ্তানির পণ্য নিয়ে ভারতীয় নারী ট্রাক চালক এই প্রথম বাংলাদেশে এলেন। তাকে দেখতে বন্দর এলাকায় লোকজন ভিড় করেন।

এ বিষয় অর্নাপূর্না বলেন, আমার স্বামীও একজন ট্রাকচালক। দু’জন একই ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছেন। ট্রাক চালিয় বাংলাদেশে আসতে পেরে খুব ভাল লাগছে তার। বাংলাদেশের বেনাপোল বন্দরের পরিবেশ আমাকে স্বস্তি দিয়েছে। এ দেশের পরিবেশ আমার খুবই পছন্দ হয়েছে।

এদিকে অর্নাপূর্ণার এই যাত্রায় নারী জাগরণের আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এই প্রথম ভারতীয় কোন নারী ট্রাক চালক ভারত থেকে বেনাপোল বন্দরে এলেন। পণ্যবাহী ট্রাকটির পণ্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ে খালাস করার ব্যবস্থা করা হচ্ছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ ও আন্তরিক বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নারী চালকের সাথে একজন পুরুষ চালক ও এসেছেন। তার নাম রাজকুমার। তারা স্বামী-স্ত্রী। নারী ড্রাইভারর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বন্দর কর্তপক্ষ। তাদের ট্রাক থেকে পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!