বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ১৯২৪ সালে ব্রিটিশ ভারতে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ১৯৪৮ সালে ৬ মার্চ পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। সেই থেকে ৬ মার্চ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালিত হয়।
৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (৬ মার্চ ) বিকাল সাড়ে চারটায় নগরীর পিকসার প্যালেস মোড়ে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। পার্টি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, পাটির ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন পার্টি জেলা সম্পাদকম-লীর সদস্য সংগ্রমী শ্রমিক নেতা এইচ এম শাহাদাত, খলনা মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকম-লীর সদস্য সুতপা বেদজ্ঞ। উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রুহুল আমিন, এ্যাড. চিত্ত রন্জন গোলদার, অশোক সরকার, মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সদস্য কিংসুক রায়, সুখেন রায়, গাজী আফজাল হোসেন, আব্দুল হালিম, এ্যাড. প্রিতীশ মন্ডল, সদর থানার সভাপতি তোফাজ্জল হোসেন,সোনাডাঙ্গা থানার সভাপতি নিতাই গাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক সন্জয় সাহা, খালিশপুর থানা কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, অসীত সরকার, সুবীর বর্ধন, পূর্ণেন্দু বিশ্বাস, রংগলাল মৃধা, জাহানারা আখতারী,যুবনেতা ধীমান বিশ্বাস, মোফাসের আলম লেনিন, আফজাল হোসেন রাজু, রিয়াসাত রিয়াজ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক সুদীপ্ত মন্ডল সহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলে একশত বছর ধরে এদেশে কমিউনিস্ট পার্টি এমন কোন ন্যায়সংগত লড়াই হয়নি যেখানে কমিউনিস্টরা সামনের কতারে ছিল না। জীবন দিয়েছেন পার্টির শতশত নেতাকর্মী। ব্রিটিশ বিরোধী আন্দোলন, জমিদারি প্রথা উচ্ছেদ, ভাষা আন্দোলন, ৫৪ যুক্ত ফ্রন্টের নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধে ৩০ হাজার গেরিলা বাহিনী নয়ে সম্মুখ যুদ্ধে অবতীর্ন হয়েছিল। টংক আন্দোলন, তেভাগা আন্দোলন, নানকার আন্দোলন, লবন পানির ঘের বিরোধী আন্দোলন,কৃষক ও শ্রমিকের ন্যায় সংগত লড়াইয়ে আমরাই ছিলাম। আমাদের লাড়াই সংগ্রাম ততক্ষণ চলবে যতক্ষণ না এদেশে কৃষক শ্রমিকের মুক্তি আসবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খুলনা গেজেট/কেডি