খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
  ২০২৫ সালের এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ
  জুলাই-আগস্ট হত্যাকাণ্ড : শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ

পাকিস্তানের কাছে পদক হারাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান অ্যাথলেটিক্সের জ্যাভলিন ইভেন্টে সোনা জিতলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তিনি হারিয়েছেন ভারতের সচিন যাদবকে। প্যারিস অলিম্পিকের পর প্রথম বিদেশ সফরেই সোনা জিতলেন নাদিম। তবে এই প্রতিযোগিতায় নীরাজ চোপড়াসহ ভারতের বেশ কয়েকজন খেলেননি।

দক্ষিণ কোরিয়ার গুমিতে শনিবার ৮৬.৪০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নাদিম। ভারতের সচিন ৮৫.১৬ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তৃতীয় স্থানে শেষ করেছেন জাপানের ইয়ুতা সাকিয়ামা। তিনি ৮৩.৭৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছেন।

প্রথম কয়েকটি থ্রোয়ে এগিয়ে ছিলেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। তিনি চতুর্থ স্থানে শেষ করেন ৮৩.২৭ মিটার ছুড়ে। ভারতের আর এক খেলোয়াড় যশবীর সিংহ ৮২.৫৭ মিটার ছুড়ে পঞ্চম স্থানে শেষ করেছেন। ষষ্ঠ স্থানে চিনের হু হাওরান শেষ করেন। শ্রীলঙ্কার সুমেধা জগত সপ্তম স্থানে এবং পাকিস্তানের মহম্মদ ইয়াসির অষ্টম স্থানে শেষ করেন।

এ দিকে ভারতের পারুল চৌধরি দ্বিতীয় রুপা পেয়েছেন। ৫০০০ মিটার স্টিপলচেজে ১৫:১৫.৩৩ সেকেন্ডে শেষ করে রুপা পান তিনি। জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছেন কুজুর। ছেলেদের ২০০ মিটার দৌড় ২০.৩২ সেকেন্ডে শেষ করেন তিনি।

এশিয়ান গেমসের পদকজয়ী ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেয়েছেন। ৫৬.৪৬ সেকেন্ড সময় করেছেন তিনি। নারীদের ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন পূজা। তিনি ২:০১.৮৯ সেকেন্ড সময় করেছেন। নারীদের ২০০ মিটার ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন জ্যোতি ইয়ারাজি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!