খুলনার পাইকগাছায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধির লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকালে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘সরকারি খরচে আইন সহায়তা কার্যক্রম প্রসারে সচেতনতাই যথেষ্ট’ বিষয়ের উপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি খুলনা ও উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক শিব শংকর রায়, মডারেটর অনিল কৃষ্ণ ঢালী, বিচারক মন্ডলীর সদস্য শিক্ষক কামাল আহম্মেদ জেসফর নেওয়াজ, সেলিম রেজা, সুমিত্রা রানী ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, রূপান্তরের জিএম মোস্তাক হোসেন, শিক্ষার্থী শামীমা ফেরদৌসী, মাহমুদা নিসাদ, আশিক জামান, তামান্না আক্তার, ইরানী আক্তার ও রেক্সনা আক্তার প্রমুখ।