খুলনার পাইকগাছায় নিজের মাছের ঘেরে সুখেন্দ্র নাথ সর্দার (৫৫) কে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি প্রকাশ সর্দার (৩৫) গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের গোয়ালবাড়ী এলাকা থেকে লস্কর ইউপি চেয়ারম্যান তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। আসামি প্রকাশ উপজেলার ভড়েঙ্গার চক গ্রামের মৃত জয়দেব সর্দারের ছেলে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে সে।
প্রসঙ্গত, গত সোমবার (৭ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার লস্করের ভড়েঙ্গার চক এলাকার মৃত গোষ্ঠ সর্দারের ছেলে সুখেন সরদারকে নিজ ঘেরেই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, সুখেন্দ্রনাথ কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রকাশ জড়িত থাকার বিষয়টি নিশ্চিতের পর পুলিশের পাশাপাশি তিনি সহ স্থানীরা প্রকাশকে খুঁজতে থাকেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার(২২ মার্চ) সকালে তাকে কয়রার গোয়ালবাড়ি এলাকায় আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রকাশ হত্যায় জড়িত থাকার বিষটি স্বীকার করেছে। নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, বা ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।