খুলনা, বাংলাদেশ | ৩০ আশ্বিন, ১৪৩১ | ১৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১১০৮
  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩
  বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি
  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার : শ্রম উপদেষ্টা
  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৭৭.৭৮

পাইকগাছার সোলাদানা-গড়ইখালী সড়কের আংশিক সংস্কার, বাকি অংশ অবহেলিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা-সোলাদানা-গড়ইখালী সড়কের আংশিক রাস্তা সংস্কার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কের অর্ধেক রাস্তা সড়ক ও জনপথ বিভাগের অনুকূলে রয়েছে। ফলে সক্ষমতা থাকলেও সম্পূর্ণ সড়কটি সংস্কার করতে পারছে না স্থানীয় সরকার বিভাগ এলজিইডি। এলাকাবাসীর দাবী সড়ক ও জনপথ বিভাগ তাদের অনুকূলে থাকা সড়কটি মানসম্মতভাবে সংস্কার করুক অথবা পুনরায় এলজিইডি’র অধিনে হস্তান্তর করুক।

প্রসঙ্গত, উপজেলা সদরের কৃষি অফিসের সামনে থেকে সোলাদানা বাজার হয়ে বেতবুনিয়া খেয়াঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক এক সময় স্থানীয় সরকার বিভাগ এলজিইডি এর তত্তাবধায়নে ছিল গুরুত্বপূর্ণ এ সড়কটি সোলাদানা ইউনিয়নে যাতায়াতের প্রধান সড়ক। সড়কটি দিয়েই প্রতিদিন শত শত মানুষ সহজেই দারুণমল্লিক হয়ে খুলনায় যাতায়াত করে থাকে। পাশাপাশি গড়ইখালী ইউনিয়নের অনেক মানুষ সহ সুন্দরবনের পর্যটকরা এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। সড়কের শুরুতেই শিবসা নদীর উপর ইতোপূর্বে স্থানীয় সরকার বিভাগ একটি ব্রিজ নির্মাণ করেছে। পথিমধ্যে গত কয়েক বছর আগে কৃষি অফিসের সামনে থেকে সোলাদানা বাজার পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়ক সড়ক ও জনপথ বিভাগ তাদের অনুকূলে নেয়।

এ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা কার্পেটিং এবং কিছুটা ইটের খোয়া দিয়ে সংস্কার করা হয়েছে। ব্রিজটিও অরক্ষিত-অবহেলিত অবস্থায় রয়েছে। সোলাদানা বাজার থেকে বেতবুনিয়া খেয়াঘাট পর্যন্ত সড়কটি সংস্কার করছে স্থানীয় সরকার বিভাগ এলজিইডি। সংশ্লিষ্ট এ বিভাগের আওতায় ৬৮ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে বর্তমানে দেড় কিলোমিটার সড়ক কার্পেটিং করা হচ্ছে। সংস্কার কাজ করছে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, সড়কটি অত্র এলাকার গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম। এ সড়ক দিয়ে সাধারণ মানুষ খুলনা সহ লতা, দেলুটী ও গড়ইখালী ইউনিয়ন সহ সুন্দরবনে যাতায়াত করে থাকে। স্থানীয় সরকার বিভাগ এলজিইডি’র সক্ষমতা থাকলেও সড়কের প্রথমাংশের সাড়ে ৮ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের অধিনে থাকায় ওই অংশটি এলজিইডি’র সংস্কার করার সুযোগ নাই। সড়কের অবশিষ্ট যে অংশটি আমাদের অধীনে রয়েছে আমরা সেটুকুর সংস্কার কাজ বাস্তবায়ন করছি। সম্পূর্ণ সড়কটি সংস্কার এবং একমাত্র ব্রিজটি সংরক্ষনের ব্যবস্থা করা হোক এমনটাই দাবী করেছেন এলাকাবাসী।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!