খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

পবিত্র আশুরা ত্যাগ, নৈতিকতা ও আত্মত্যাগের শিক্ষা দেয়: খুলনা বিএনপি

গেজেট ডেস্ক

হযরত মুহম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবার ও সঙ্গীদের শাহাদাত বরণের স্মরণে ১০ মহররম ইতিহাসে এক করুণ ও বেদনাদায়ক দিন। দিবসটি আজও আমাদেরকে গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে। বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় মুহ্যমান করে তোলে। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ন্যায় ও সত্যের বিজয়ের বার্তা দেয়। মানবিক সাম্য ও মানবমর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে কারবালায় হযরত ইমাম হোসেন (রাঃ)’র নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচরবৃন্দ জালিমের হাতে শহীদ হন। তাই শহীদে কারবালার মূল বার্তা হচ্ছে-নিপীড়িতদের প্রতি সমবেদনা প্রকাশ। শনিবার (৫ জুলাই) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।

তারা বলেন, ৫ আগস্ট পুর্ব সময়ে বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংস্তুপের ওপর আওয়ামী স্বৈরাচারের জুলুমের রাজত্বে জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় বন্দী ছিলো। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে গুম, খুন, ক্রসফায়ার রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছিলো। গত দেড় দশক ধরে অবাধ-সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ থেকে অদৃশ্য করা হয়েছিলো। গণতন্ত্রকামী মানুষের স্থায়ী ঠিকানা ছিলো কারাগারে। কারবালার প্রান্তরে ইমাম বাহিনীর মহিমান্বিত আত্মত্যাগের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জুলাই অভ্যূত্থানে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রকামী ছাত্র-জনতা দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছে।

বিবৃতিদাতারা আরো বলেন, আশুরা ত্যাগ, নৈতিকতা ও আত্মত্যাগের শিক্ষা দেয় এবং মজলুমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য জাগিয়ে তোলে। ব্যক্তিগত কোন অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা ১০ মহরমের মূল বাণী।

হযরত ইমাম হোসেন (রাঃ) নিজের আত্মত্যাগের এই ঘটনা সারা দুনিয়ার সকল মজলুমকে কঠিন পরিস্থিতির মধ্যেও প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী প্রেরণা যুগিয়ে চলেছে। নেতৃবৃন্দ আজকের এই দিনে হযরত ইমাম হোসেন (রাঃ) এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবার এবং কারবালার শহীদদের রুহের মাগফিরাত কামনা করেছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।

খুলনা গেজেটে/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!