খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

পদযাত্রা সফলে বিএনপির প্রস্তুতি, নেতাকর্মীদের পুলিশী হয়রানির নিন্দা

অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির পদযাত্রা সফল করতে মহানগর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  এ সভায় পদযাত্রা সামনে রেখে নেতাকর্মীদের পুলিশী হয়রানির নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।  বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, আব্দুর রাজ্জাক, কেএম হুমায়ুন কবির, কাজী মিজানুররহমান, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, নাজমুল হুদা চৌধুরি সাগর, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, নেহিবুল হাসান নেইম, এড. কানিজ ফাতেমা আমিন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, মাহবুব উল্লাহ শামীম, হুমায়ুন কবির চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান মনি, শওগাদুল আলম সগিরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় তুহিন বলেন, বর্তমান সরকার ক্ষমতা চিরস্থায়ী করার যে দিবাস্বপ্ন দেখেছিলো গণআন্দোলনের স্রোতে সে স্বপ্ন ভেসে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলন চলছে। ১০ দফা দাবি এখন জনগণের দাবিতে পরিনত হয়েছে, এ আন্দোলন আর দাবিয়ে রাখা যাবে না। দেশে গনতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। তিনি ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় পদযাত্রা কর্মসুচি সফল করতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সভা থেকে ২৫ ফেব্রুয়ারির পদযাত্রা সফল করতে সকল থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের মিছিল সহকারে পদযাত্রায় অংশগ্রহন করার আহবান জানানো হয়। সভা
থেকে আড়ংঘাটা বিএনপি ২জন ও দৌলতপুর থানার ১জন বিএনপি নেতাকে গ্রেফতার
করায় নিন্দা জ্ঞাপন করা হয়। একই সাথে বিএনপির নেতাকর্মীদের হয়রানি না করার জন্য পুলিশের প্রতি আহবান জানানো হয়। সভা শেষে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনিত হওয়ায় নাজমুল হুদা চৌধুরী সাগরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!