সারা দেশের মত নড়াইলেও করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের আওতায় জেলায় ১৩৬ টি কেন্দ্রের মাধ্যমে ৪২ হাজার জনকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে ১৩২ টি অস্থায়ী কেন্দ্র এবং ৪ টি স্থায়ী কেন্দ্র।
অস্থায়ী কেন্দ্রে শনিবার ও মঙ্গলবার সকাল ০৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ প্রদান করা হবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে প্রতিদিন টিকা প্রদান করা হবে। কর্মসুচির আওতায় প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ৩শ জনকে এবং স্থায়ী কেন্দ্রে ৫শ জনকে টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন অফিসের সর্বশেষ ৩১ মে দেওয়া তথ্য মতে, নড়াইল জেলায় ৬ লক্ষ ২৫ হাজার ৩৬৯ জনকে করোনা টিকার ১ম ডোজ, ৬ লক্ষ ০৯ হাজার ৫৬৬ জনকে করোনা টিকার ২য় ডোজ এবং ১ লক্ষ ১৮ হাজার ১৮ জনকে করোনা টিকার বুস্টার ডোজ প্রদান করা হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।