ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় নড়াইলের লোহগড়ায় গাছের ডাল ভেঙ্গে নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ওই নারীর নাম মর্জিনা বেগম। পেশায় তিনি একজন গৃহপরিচারিকা ছিলেন। তিনি লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফফারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাসাবাড়িতে কাজের উদ্দেশ্যে তিনি বের হন। বেলা ১১ টর দিকে উপজেলা পরিষদ চত্বরে পল্লি সঞ্চয় ব্যাংকের কাছে পৌঁছালে একটি মেহগনি গাছের ডাল ভেঙ্গে তার মাথার ওপর পড়ে। ওই সময়ে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীন বিষয়টি ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে ৷ তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে ৷