বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জাতীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক, ১৪ দলীয় নেতা, সাবেক ছাত্রনেতা তপন কুমার রায় না ফেরার দেশে চলে গেছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫ টায় শ্বাসকষ্টজনিত কারণে ৬৩ বছর বয়সে বকসিপাড়াস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর মৃত্যু খবর শুনে জেলা ন্যাপের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসান, সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শামিউর রহমান অন্তু, প্রচার সম্পাদক রাজু আহমেদ, মহানগর সাধারণ সম্পাদক মিলন মোহন ম-ল, মোঃ বাবু মোল্যাসহ নেতাকর্মিগণ বাড়িতে যান এবং নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত¦না জানান। এ সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অন্তিম শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাতে রূপসা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় ন্যাপ-এর দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, খুলনা জেলা ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক টুটুল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক তারক চন্দ্র রায়, সহ-সভাপতি ডাঃ নিরঞ্জন বিশ্বাস, ডাঃ শফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসান, সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শামিউর রহমান অন্তু, প্রচার সম্পাদক রাজু আহমেদ, মহানগর সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মিলন মোহন ম-ল, মহিলা সম্পাদিকা মেরী পারভীন যুথি, সহ-সম্পাদিকা ইন্দ্রানী সানা, সাংস্কৃতিক সম্পাদক উৎপল কর্মকার, কোষাধ্যক্ষ রাহা গোবিন্দ লাল, মোছাঃ ফাহমিদা তাবাসসুম, আশুতোষ রায়, ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ শরীফুল আলম, নিতাই চন্দ্র রায়, স্বপন রায়, আনোয়ারা মালা, সুশীল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ মল্লিক, শাওন চন্দ্র বাছাড়, জুয়েল মোল্লা, মোঃ বাবু মোল্লা প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়ের প্রয়াণে ন্যাপের যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে একজন একনিষ্ঠ নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো ন্যাপ।
খুলনা গেজেট/ আ হ আ