খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
  নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দুজনের মৃত্যু

নিষেধাজ্ঞা কাজে আসেনি আতশবাজিতে রঙিন আকাশ, ভীতিকর শব্দে ক্ষুব্ধ মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঘড়িতে রাত ১২টা বাজার আগেই বিকট শব্দে একাকার হয়ে ওঠে পুরো খুলনা নগরী। রঙিন হয়ে ওঠে শহরের আকাশ। পটকা ও আতশবাজির শব্দে শিশু, অসুস্থরা ক্ষুব্ধ হলেও নগরীর মধ্য ও উচ্চবিত্ত মানুষ  খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে উল্লাসে মেতে ওঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও চলতে থাকে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। এভাবে নানা আয়োজনে ২০২৫ সালকে বরণ করে নিল মানুষ।

গত ররাত খুলনা নগরীর প্রায় সব বহুভবনের ছাদেও ছিল উৎসব। নতুন বছরের প্রথম প্রহরে ছাদগুলো থেকে মুহুর্মুহু আতশবাজি ফাটানো হয়। বিভিন্ন এলাকা–সড়কেও আনন্দ–উচ্ছ্বাসে মেতে ওঠা মানুষের উপস্থিতি দেখা যায়।

এবার থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ ২০২৫ উপলক্ষে মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি ও শোভাযাত্রার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

তবে বর্ষবরণ উৎসব উদ্‌যাপনের বুনো জোয়ারে ভেঙেছে নিষেধাজ্ঞার বেড়াজাল। আইনশৃংখলা বাহিনীর নিস্ক্রিয়তা তা আরও গতি পায়। যা ক্ষুব্ধ করেছে শান্তিপ্রিয় নগরবাসীকে।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!