খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে
  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নির্বাচনের দাবিতে নৌপরিবহন মালিক গ্রুপের সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বৈধ এডহক কমিটি থাকা অবস্থায় জোরপূর্বক অবৈধভাবে আরেকটি এডহক কমিটি গঠন করে সংগঠন দখল চেষ্টার প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের সাধারণ সদস্যরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে তারা নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ বছর সংগঠনটি শেখ পরিবারের দখলে ছিল। সাধারণ সদস্যরা এখন ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে চায়। কিন্তু ছাত্রদের ব্যবহার করে আওয়ামী লীগের দোসররা সংগঠনটি দখল করতে চায়। ভোটের অধিকার ফিরে পেতে সাধারণ সদস্যরা এখন রাস্তায় নেমেছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম ডি আবদুল গফ্ফার। উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম মানু, আইয়ুব আলী খান, অসিম কুমার সোম, মনিরুজ্জামান খান বাবু, আবদুস সালাম, সামসুল আলম রাজীব, শামীম তালুকদার, শাহিন হাসান মুন্না, শেখ তানজীম আহম্মদ, উজ্জ্বল গাঙ্গুলী প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!