নগরীর ময়লাপোতা মোড় এলাকার রাস্তার দু’পাশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে রোডস এন্ড হাইওয়ে অথরিটি। রবিবার (১৭ জানুয়ারি) উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন রোডস এন্ড হাইওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস। এসময় আরো উপস্থিত ছিলেন রোডস এন্ড হাইওয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় ও উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ।
উচ্ছেদ অভিযানের শুরুতে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। নগরীর শেরে বাংলা রোড ফোর লেনে উন্নীত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস বলেন, শেরে বাংলা রোড চার লেনে উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। কিন্তু অবৈধ দখলদার উচ্ছেদ ছাড়া ময়লাপোতা মোড়ে এ প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করা যাচ্ছে না। তাই এ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে ৯ থেকে ১০টা দোকান, সান্ধ্য বাজার ও খুলনা হোমিওপ্যাথিক হাসপাতাল ও কলেজের কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে শাহাজাহান ফার্মেসি ভবন অপসারণে ২৪ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।