খুলনা, বাংলাদেশ | ২৪ ফাল্গুন, ১৪৩১ | ৯ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ

নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাথে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জন ও যান চলাচলের সুবিধার্থে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাথে উচ্ছেদ অভিযান চালিয়েছে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি)। আজ মঙ্গলবার (৫ মার্চ) সকালে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মুজগুন্নী মহাসড়ক ও এম এ বারী সড়কে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে অভিযুক্ত ব্যবসায়ীদের জরিমানাও করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।

এ সময় মুজগুন্নী মহাসড়কে ব্যবসা করার দায়ে ৪ ব্যবসায়ী কে মোট সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করে তাৎনিক আদায় করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার এম এ মাজেদসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!